স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে একযোগে কাজ করতে হবে

আবুরখীল যুবগোষ্ঠীর গুণীজন সম্মাননা অনুষ্ঠানে বক্তারা

| রবিবার , ২৬ মার্চ, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

রাউজান আবুরখীল উত্তর ঢাকাখালী যুব গোষ্ঠী সংসদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গুণীজন সম্মাননা, মরণোত্তর সম্মাননা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা স্থানীয় কেন্দ্রীয় বিহার প্রাঙ্গণে যুব গোষ্ঠী সংসদের সভাপতি লায়ন স্বরূপ বিকাশ বড়ুয়া বিতানের সভাপতিত্বে ও মহিলা সম্পাদিকা রুমা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক সাহিত্যিক রাশেদ রউফ, উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা তেমিয় কুমার মুৎসুদ্দি, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া, বিশেষ আলোচক ছিলেন প্রাবন্ধিক অধ্যাপক ববি বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা যিশু কুমার বড়ুয়া, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, ডা. মনোজ কুমার বড়ুয়া, রোটা. ডা. অমরেশ বড়ুয়া চৌধুরী, রোটা. শিমুল বড়ুয়া, কামনাশীষ বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সঞ্জয় বড়ুয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জীবন বড়ুয়া, সংবর্ধিত গুণীজন শিক্ষক দীপন চন্দ্র বড়ুয়া, শিক্ষক সম্বল বড়ুয়া, শিক্ষক খগেন্দ্র লাল বড়ুয়া, সংবর্ধিত সাবেক ফুটবল খেলোয়াড় দেবাশীষ বড়ুয়া, নেপাল বড়ুয়া, দীনেশ বড়ুয়া, আসীম বড়ুয়া অপু, সত্যজিৎ বড়ুয়া, আশীষ বড়ুয়া, টিপন বড়ুয়া, সুনাম বড়ুয়া, বিপুল বড়ুয়া, সাজেশ বড়ুয়া, অন্তু বড়ুয়া, রন্টি বড়ুয়া, সাগর বড়ুয়া প্রমুখ।

প্রধান অতিথি রাশেদ রউফ বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে যুবকদের দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে আসতে হবে। সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেএমসেন হলে কাল থেকে বাসন্তী পূজা উৎসব শুরু
পরবর্তী নিবন্ধঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে