স্বদেশ আবৃত্তি সংগঠনের কথামালা ও আবৃত্তি সন্ধ্যা

| বুধবার , ২ মার্চ, ২০২২ at ১১:০৭ পূর্বাহ্ণ

স্বদেশ আবৃত্তি সংগঠনের ‘একুশ আমার অহংকার’ এই প্রতিপাদ্যে কথামালা ও আবৃত্তি সন্ধ্যা গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সানজিদা রহমানের সঞ্চালনায় কথামালা পর্বে প্রধান অতিথি ছিলেন কবি ও লেখক খুরশীদ আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সহ সভাপতি ফারুক তাহের ও মমতার পরিচালক তৌহিদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন স্বদেশ আবৃত্তি সংগঠনের সহ-সভাপতি নাছির আহমেদ ও আব্দুল কাদের আরাফাত। আমন্ত্রিত আবৃত্তি শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন মো. মুজাহিদুল ইসলাম, খোদেজা আক্তার ভাষা। দ্বৈত পরিবেশনায় ছিলেন কারিশমা কবির ও শারমিন সুলতানা, সোমা মুৎসুদ্দী ও আশিক আরেফিন, সাইয়ারা সালসাবিল ও হুমায়রা আনজুম অদ্রিকা। একক আবৃত্তি পরিবেশন করেন, সানজিদা রহমান, অর্পিতা ভদ্র প্রাপ্তি, সাইয়ারা সালসাবিল, জেবা ফারিয়া, ফাইরুজ ইসলাম, নাসির আহমেদ, মৌসুমি আক্তার , আবিদা সুলতানা, ফাইরুজ জারিন, মুমতাহিন সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা শুদ্ধ ভাষার চর্চার জন্য সবাইকে উদ্ধুদ্ধ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১২ হাজার জনকে দেওয়া হয়েছে টিকা
পরবর্তী নিবন্ধবান্দরবানে জেএসএস সদস্য গ্রেপ্তার