বান্দরবানে জেএসএস সদস্য গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ২ মার্চ, ২০২২ at ১১:০৮ পূর্বাহ্ণ

বান্দরবানের রোয়াংছড়িতে হত্যা মামলায় অভিযুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার রোয়াংছড়ি উপজেলার আন্তাপাড়া এলাকা থেকে সেনাবাহিনীর আন্তাপাড়া ক্যাম্পের একটি পেট্রোল টিম হত্যা মামলায় অভিযুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মংয়ইপ্রু মারমা।
তিনি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) মূল দলের সদস্য। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে জেএসএস (মূল) সংগঠনের কর্মী হিসাবে চাঁদা আদায় এবং জেএসএসের তথ্য সংগ্রহের অভিযোগও রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, সেনাবাহিনীর সদস্যদের হাতে গ্রেপ্তার ব্যক্তি রোয়াংছড়ি সদর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় গুলি করে হত্যা করা যুবক মংসিংশৈ মারমা হত্যা মামলায় অভিযুক্ত আসামি। তার বিরুদ্ধে রোয়াংছড়ি থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি জেএসএসের কর্মী বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধস্বদেশ আবৃত্তি সংগঠনের কথামালা ও আবৃত্তি সন্ধ্যা
পরবর্তী নিবন্ধলালখান বাজারে সিপিডিএল ফিরোজার নির্মাণকাজ উদ্বোধন