স্ত্রীকে হত্যা করে বিভিন্ন স্থানে আত্মগোপন

অবশেষে ধরা পড়লেন স্বামী

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:১৯ পূর্বাহ্ণ

 

 

 

চন্দনাইশে স্ত্রী রেজিয়া বেগমকে (৫৫) ছুরিকাঘাতে হত্যার পর স্বামী এস এস আবদুস সাত্তার (৭০) পাহাড়ে আত্মগোপন করেছিলেন। দক্ষিণ রাঙ্গুনিয়ার পাহাড়ি অঞ্চলে করছিলেন কৃষি কাজ। সেখানেও শেষ রক্ষা হয়নি তার। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সকালে চন্দনাইশ থানার একদল পুলিশ দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রীকে হত্যার পর স্বামী আবদুস সাত্তার বান্দরবান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পটিয়া, রাঙ্গুনিয়াসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, স্ত্রী হত্যার আসামি আবদুস সাত্তার গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে পালিয়ে ছিল। সর্বশেষ তাকে দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে নিয়ে আলামত উদ্ধারের অভিযান চলছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৭ মে সন্ধ্যায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিম এলাহাবাদ বাতুয়ারপাড়ার মৃত ওয়াহেদ আলীর ছেলে রিকশা চালক এস এস আবদুস সাত্তার তার স্ত্রী রেজিয়া বেগমকে নিজ ঘরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই তিনি মারা যান।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধ২৬ মাস বন্ধ ডেমু ট্রেন শাটলে নেই পর্যাপ্ত বগি