স্টিভ জবসের সেই কম্পিউটার সাড়ে তিন কোটিতে বিক্রি

| বৃহস্পতিবার , ১১ নভেম্বর, ২০২১ at ৮:৪৮ পূর্বাহ্ণ

৪৫ বছর আগে বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াকের বানানো কম্পিউটার দিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। সেটিই এখন উঠলো নিলামে। সেই কম্পিউটার ৪ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ কোটি ৪৩ লাখ টাকা। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি। খবর বাংলানিউজের।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ৪৫ বছর আগে স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াকের হাতে বানানো এই কম্পিউটার অ্যাপল-১ একদিক থেকে এখনকার ম্যাকবুকের ‘দাদার দাদা’। এ ধরনের প্রায় ২শ কম্পিউটার সেই সময় বানিয়েছিলেন তারা। তার মধ্য থেকে একটি উঠেছে নিলামে। স্টিভের বানানো বাকি কম্পিটারগুলো থেকে এটি একটু বিশেষ। কোয়া কাঠের ফ্রেমের মধ্যে রয়েছে ৪৫ বছরের পুরনো ওই কম্পিউটার। এই কোয়া কাঠ খুবই মূল্যবান। শুধুমাত্র হাওয়াই দ্বীপে পাওয়া যায় ওই কাঠ।

পূর্ববর্তী নিবন্ধভারতের সবচেয়ে ধনী নারী ফাল্গুনী
পরবর্তী নিবন্ধতাইওয়ানে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলের সফর বিপজ্জনক খেলা : চীন