সোনাদিয়া থেকে অবৈধ কটেজ সরাতে বেজার নির্দেশ

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৪:৫৭ পূর্বাহ্ণ

মহেশখালীর পর্যটন দ্বীপ সোনাদিয়ায় ভ্রমণ করতে যাওয়া পর্যটকদের রাত্রিযাপনের জন্য গড়ে তোলা অবৈধ ও অননুমোদিত বাণিজ্যিক কটেজ অপসারণ করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষ (বেজা)

গত ২৬ জানুয়ারি বেজার উপসচিব মোহাম্মদ নাজমুল হাসান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেয় বেজা। চিঠিতে সোনাদিয়ায় অপরাধ এবং অবৈধ কার্যকলাপ বন্ধে পর্যটকদের রাত যাপনে নিষেধাজ্ঞার পাশাপাশি অবৈধ কটেজ অপসারণ করতে বলা হয়।

বেজার অধিগ্রহণকৃত দ্বীপটিতে সাম্প্রতিক সময়ে অস্থায়ী তাবু ও কটেজ স্থাপন করে দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের রাত্রিযাপনের সুযোগ করে দেয়ার হিড়িক পড়েছে।

চিঠিতে সোনাদিয়াকে বেজা পরিবেশ ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে আখ্যা দিলেও সেখানে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ রেখে ইকো ট্যুরিজম পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেয় বেজা।

পূর্ববর্তী নিবন্ধনায়িকা মাহিকে উপকমিটিতে নিতে ওবায়দুল কাদেরের নির্দেশ
পরবর্তী নিবন্ধদুর্গম পাহাড়ে সৌর বিদ্যুতের আলো