সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

কমনওয়েলথ গেমস নারী ক্রিকেট

| রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে মাত্র ৪ রানে ইংল্যান্ডকে হারিয়ে কমনওয়েলথ গেমসে ক্রিকেটের ফাইনালে উঠলো ভারতের নারী ক্রিকেটাররা। প্রথমবার কমনওয়েলথ গেমসে খেলতে নেমেই ফাইনালে উঠলো ভারতীয়রা। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে ভারত। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬০ রানে থেমে যায় ইংল্যান্ড।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন স্মৃতি মন্দানা। প্রথম পাঁচ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারত তুলে নেয় ৫১ রান। স্মৃতির সঙ্গে ওপেন করতে নামা শেফালি ভার্মা মাত্র ১৫ রান করে আউট হন। তারা ফিরলে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান হরমনপ্রিত কৌর এবং জেমাইমা। ২০ বলে ২০ রান করেন অধিনায়ক হরমনপ্রিত। শেষবেলায় ভারতের হয়ে রান তোলেন দীপ্তি শর্মাও। তিনি ২০ বলে ২২ রান করেন। কোনও রান না করেই রান আউট হয়ে যান পূজা বস্ত্রকার। জেমাইমা অপরাজিত থাকেন ৪৪ রানে। ইংল্যান্ডের হয়ে দু’টি উইকেট নেন ফ্রেয়া কেম্প। একটি করে উইকেট নেন ক্যাথরিন ব্রান্ট এবং ন্যাত সিভার। ব্যাট করতে নেমে প্রথম থেকেই দ্রুত রান তুলছিল ইংল্যান্ড। ১০ রান প্রতি ওভার তুলছিল তারা। ভারতীয় বোলাররা শুরুতে উইকেট তুলতে ব্যর্থ হন। সোফিয়া ডাঙ্কলে ১০ বলে ১৯ রান করেন। তাকে ফেরান দীপ্তি শর্মা। অন্য ওপেনার ড্যানি ওয়াট করেন ৩৫ রান। স্নেহ রানা তুলে নেন তার উইকেট। এলিস ক্যাপসে ১৩ রান করে রান আউট হয়ে যান। ৮১ রানের মধ্যে তিন উইকেট হারায় ইংল্যান্ড।
সেখান থেকে ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক ন্যাট সিভার এবং অ্যামি জোনস। শেষ মুহূর্ত দ্রুত রান নিতে গিয়ে আউট হন জোনস। ৩১ রান করার পর রান আউট হন তিনি। এর পর একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড।
শেষ ওভারে ১৪ রান প্রয়োজন ছিল তাদের। কিন্তু রানা আটকে দেন ইংল্যান্ডকে। চার রানে ম্যাচ জিতে নেয় ভারত।

পূর্ববর্তী নিবন্ধসিডিএফএ রাবেয়া সিরাজ কিশোর ফুটবল লিগের ফাইনালে শোভনীয়া
পরবর্তী নিবন্ধওয়ানডে দলে যোগ দিতে জিম্বাবুয়ে গেলেন নাঈম শেখ-এবাদত