সিডিএফএ রাবেয়া সিরাজ কিশোর ফুটবল লিগের ফাইনালে শোভনীয়া

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

সিডিএফএ রাবেয়া সিরাজ অনূর্ধ্ব-১৫ কিশোর ফুটবল লিগের ফাইনালে উঠেছে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের প্রথম সেমিফাইনাল খেলায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ২-১ গোলে আগ্রাবাদ নওজোয়ান গ্রীণকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে দু’দলের খেলা ১-১ গোলে ড্র ছিল। দু’দলই প্রথমার্ধে জমজমাট খেলা উপহার দেয়। আক্রমন- পাল্টা আক্রমনে সক্রিয় ছিল দু’দল। তবে খেলার ১০ মিনিটে প্রথম এগিয়ে যেতে সক্ষম হয় শোভনীয়া ক্লাব। বাম প্রান্ত থেকে গড়ে উঠা আক্রমন থেকে বাঁ পায়ে শট নেন মো. ওসমান। নওজোয়ান কিপার আগেই বিভ্রান্ত হন। বল জালে গেলে ১-০ গোলে এগিয়ে থাকে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। কিন্তু এ গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি শোভনীয়া। পরমুহূর্তেই আক্রমনে উঠে নওজোয়ান গ্রীন। এ থেকে তারা ফ্রি কিক লাভ করে। মো. জিসানের ফ্রি কিক কিপারের সামনে ড্রপ খায়। কিপার ধরতে গেলে তার হাতে লেগে বল জালে ঢোকে (১-১)। খেলায় আসে সমতা। বাকি সময় দু’দলই চেষ্টা করে গোল করতে। কিন্তু তেমন যুৎসই আক্রমণ গড়তে পারেনি তারা। ফলে আর গোল করা সম্ভব হয়নি কারো পক্ষে। প্রথমার্ধের এই ড্র নিয়ে বিরতিতে যায় শোভনীয়া-নওজোয়ান গ্রীণ। দ্বিতীয়ার্ধে খেলার চিত্র অনেকটাই পাল্টে যায়। শোভনীয়া আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। অন্যদিকে কোচ ফরিদের নওজোয়ান গ্রীণ কেমন যেন গুটিয়ে যায়। শোভনীয়ার আক্রমনের তুলনায় তেমন পরিকল্পিত পাল্টা আক্রমন গড়ে তুলতে পারেনি নওজোয়ান। শোভনীয়ার একের পর এক আক্রমনে তাদের রক্ষণভাগ বেশ দুর্বল হয়ে যায়। ৪৯ মিনিটে শোভনীয়ার রাকিবুল ইসলাম শট নেন গোলমুখে। বল কিপারের হাতে যায়। দু’মিনিট বাদে বঙে ঢুকে শট নেন জিহাত হোসেন। তার শটও নওজোয়ান কিপার ওসমান ফারুখী ধরে নেন। এ সময় শোভনীয়া অব্যাহত চাপ সৃষ্টি করে নওজোয়ান রক্ষণভাগে। ৬৫ মিনিটে সফল হয় তারা। কর্ণার পায় শোভনীয়া। মো. ওসমান কর্ণার নেন। ছোট জটলা হয় গোলমুখে। কর্ণার থেকে রাকিবুল ইসলামের মাথা ছুঁয়ে বল আসে জিহাত হোসেনের মাথায়। তার হেড জালে ঢুকলে শোভনীয়া ২-১ গোলে এগিয়ে যায়। ৬৯ মিনিটে আরো একটি সুযোগ পায় শোভনীয়া। জিহাত হোসেনের জোরালো শট কিপারের গায়ে লেগে প্রতিহত হয়। বাকি সময় গোল শোধের কোন সুযোগ তৈরি করতে পারেনি নওজোয়ান গ্রীণ। ফলে ৬ষ্ঠবার কিশোর ফুটবল লিগের ফাইনালে উঠার গৌরব নিয়ে মাঠ ত্যাগ করে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। গতবারের চ্যাম্পিয়ন শোভনীয়া মোট চারবার চ্যাম্পিয়ন এবং একবার রানার্স আপ হয়েছে কিশোর ফুটবল লিগে।
কিশোর ফুটবল লিগের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আজ রোববার মুখোমুখি হবে কিষোয়ান স্পোর্টস এবং পটিয়ার আব্দুস সোবাহান ফুটবল দল। বিকাল ৪টায় এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপের দল ঘোষণায় বাড়তি তিনদিন সময় পেল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত