ওয়ানডে দলে যোগ দিতে জিম্বাবুয়ে গেলেন নাঈম শেখ-এবাদত

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৮:২৪ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে দলে হঠাৎ করেই যোগ দিয়েছেন পেসার এবাদত হোসেন ও ব্যাটার নাঈম শেখ। গতকাল রাতে তারা দলের সঙ্গে যোগ দিতে জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দেন। বিসিবি সূত্র বিষয়টি জানায়। গত ৫ আগস্ট প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিং চোটে পড়ে ৩-৪ সপ্তাহের জন্য ছিটকে গেছেন ওপেনার লিটন দাস। অন্যদিকে একই ম্যাচে চোট পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তিনি অবশ্য সিরিজ থেকে ছিটকে যাননি। চোটে পড়া ক্রিকেটারদের বিকল্প হিসেবেই জিম্বাবুয়ে যাচ্ছেন নাইম-এবাদত। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য তাদের খেলার সম্ভাবনা কম। মূলত ১০ আগস্ট অনুষ্ঠিতব্য তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রয়োজনে তাদের দেখা যেতে পারে। গতকাল সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের ফ্লাইটে জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দেন নাঈম-এবাদত। ২০২০ সালে অভিষেকের পর এখনো পর্যন্ত দুইটি ওয়ানডে খেলেছেন নাইম শেখ। প্রথম ম্যাচে ব্যাট করতে নামতে হয়নি তাকে। নিজের দ্বিতীয় ম্যাচে রান করেছেন মাত্র ১। এবাদত হোসেনের অবশ্য এখনও ওয়ানডে অভিষেক হয়নি।

পূর্ববর্তী নিবন্ধসেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে আগুনে নিহত ১০ দমকলকর্মী দেখলেন সবাই তার পরিবারের