সেমিতে জুনিয়র একাডেমি

শেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৮ আগস্ট, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

শেখ রাসেল অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেটে তৃতীয় দল হিসাবে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে জুনিয়র ক্রিকেট একাডেমি (জেসিএ)। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিকালের ম্যাচে এসএস ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে হারিয়ে দেয় জুনিয়র ক্রিকেট একাডেমি (জেসিএ)। এতে করে তারা সেমিফাইনালে উত্তীর্ণ হয়। এর আগে প্রথম ও দ্বিতীয় দল হিসেবে উদীয়মান ও ব্রাদার্স ক্রিকেট একাডেমি সেমিফাইনালে খেলার সুযোগ করে নেয়। বৃষ্টিজনিত কারণে গতকালের দ্বিতীয় খেলাটি ৩ ওভার কমিয়ে ১৭ ওভারে নির্ধারিত হয়। খেলাটি ৪০ মিনিট বিলম্বে শুরু হয়। টসে হেরে আগে ব্যাট করে এসএস ক্রিকেট একাডেমি। তারা পুরো ১৭ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাজহারুল ইসলাম ৩৭ বলে ৪৫ রান করে। এছাড়া আজফার আহমেদ ১১ রান করে। অতিরিক্ত থেকে আসে ১৪ রান। জুনিয়র ক্রিকেট একাডেমির ইশরাক মাহমুদ, হাসান উজ্‌ জামান এবং আদনান হোসেন ১টি করে উইকেট নেয়। জবাবে জুনিয়র ক্রিকেট একাডেমি ১৬.২ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ওপেনার ইশরাক মাহমুদ ২৬ ও কাজী মো. তাসনীমের অপরাজিত ১৮ রান করে। অপর ওপেনার অভিরুপ সরকার ১১ রানে আউট হয়। অতিরিক্ত থেকে আসে ১৭ রান। এসএস ক্রিকেট একাডেমির পক্ষে ১টি করে উইকেট নেয় আজফার আহমেদ,মারুফ মারোয়ান এবং তাসনিমুল ফারুক। ম্যাচ সেরা হয় জুনিয়র ক্রিকেট একাডেমির ইশরাক মাহমুদ। তার হাতে পুরস্কার তুলে দেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।এদিকে দিনের প্রথম খেলাটি বৃষ্টিতে পন্ড হয়ে যায়। গুড়ি গুড়ি বৃষ্টিতে ক্ষুদে ক্রিকেটারদের ক্রিকেট উৎসব আর হতে পারেনি। ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে ইস্পাহানি ক্রিকেট একাডেমি ও ব্রাইট ক্রিকেট একাডেমি। গ্রুপ পর্বে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হলেও সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে তা হবে না। আয়োজক কমিটি জানিয়েছেন খেলা সম্পন্ন করেই জয় পরাজয় নির্ধারণ করা হবে। টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ দিনে আজ সকাল ৯টায় মাঠে নামবে বন্দর স্পোর্টস ও নিউ স্টার ক্রিকেট একাডেমি। পরের খেলায় বেলা ১.৩০টায় মুখোমুখি হবে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ও রাইজিং স্টার ক্রিকেট একাডেমি।

পূর্ববর্তী নিবন্ধব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন
পরবর্তী নিবন্ধআগ্রাবাদ নওজোয়ান ক্লাবের সভা