সেন্টমার্টিনে তিনটি রিসোর্টকে ৮০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ ডিসেম্বর, ২০২১ at ১০:১৫ অপরাহ্ণ

কক্সবাজারের সেন্টমার্টিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি রিসোর্ট থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় বেশকিছু অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়।

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী।

জানা যায়, মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনী সহ অভিযান চালিয়ে প্রধান সড়কের বেশকিছু অংশের অবৈধ স্থাপনা মেসার্স সাগর ফিশিং সহ ১০/১২ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করেন।

এছাড়া, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ আইনের ৭ ধারা ভঙ্গের দায়ে ১৯ ধারা মতে তিনটি রিসোর্ট থেকে বিভিন্ন অনিয়মের কারণে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এর মধ্যে ‘কিংশুক’ থেকে ৫০ হাজার টাকা, ‘সাইরি’ থেকে ১০ হাজার টাকা ও ‘বিচ ভ্যালি’ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী বলেন, “সেন্টমার্টিনে আজকে অভিযান চালিয়ে ৩টি রিসোর্টকে ৮০ হাজার টাকা জরিমানা ও বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত পরিষ্কার করে রাস্তা প্রশস্ত করেছি।”

এছাড়া ফিশারিজগুলোকে একটি পল্লীর মধ্যে আনার কাজ করছেন বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আশিকসহ গ্রেফতার ৩
পরবর্তী নিবন্ধআরেক আশিক আনোয়ারা থেকে গ্রেপ্তার