‘সেইভ-সিইউ চ্যাপ্টার’র নতুন কমিটির নেতৃত্বে মাহতাব-নোমান

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৭:৪৮ অপরাহ্ণ

‘স্টুডেন্টস এগেইনেস্ট ভায়োলেন্স এভরিহয়ার’ (সেইভ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চ্যাপ্টারের ২০২০-২১ সেশনের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে।
আগামী এক বছরের জন্য ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটির কো-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের মো. মাহতাব উদ্দিন এবং জেনারেল সেক্রেটারি হিসেবে একই সেশনের নৃবিজ্ঞান বিভাগের নোমান হোসেব আদিয়াত।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল পাঁচটায় সেইভ-এর উদ্যোগে ‘সেইভ ইয়ুথ প্রেসিডেন্সিয়াল কমিটি’ শিরোনামে আয়োজিত এক ভার্চুয়াল মিটিংয়ে এ কমিটি ঘোষণা করেন সেইভ চবি চ্যাপ্টার মডারেটর ও চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক আফজালুর রহমান। এসময় সেইভের বারোটি চ্যাপ্টারের কমিটি ঘোষণা করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব মডারেটরগণ।
কমিটির অন্যান্যরা হলেন টিম লিড ইয়ুথ ডিজএবিলিটি এন্ড ইনক্লুশন আফিয়া ফারজানা, টিম লিড ইয়ুথ ভয়েস টিম মো. নকিব, টিম লিড ইয়ুথ এম্পøইএবিলিটি সাইমুন আবসার, টিম লিড কানেক্টিং ডট’স নুশরাত জাহান তানি, টিম লিড ইভেন্ট এন্ড আউটরিচ সাখাওয়াত সাব্বির, টিম লিড ইয়ুথ মিডিয়া ইমাম ইমু, টিম লিড শি লিড’স জান্নাতুল ফেরদৌস রুবা, টিম লিড ক্যাম্পাস রেসিলিয়েন্স গাজ্জালি ইবনে আব্দুর রশিদ, টিম লিড ইয়ং মাইন্ড’স এস এম ফয়সাল এবং টিম লিড ইয়ুথ ডেমোক্রাসি হিসেবে জান্নাতুল ফেরদৌস সায়মা।
কমিটি ঘোষণা শেষে মনোনীত সকল কো-প্রেসিডেন্টরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সেইভ ইয়ুথ বাংলাদেশ-এর ‘কান্ট্রি ডিরেক্টর’ সিলিয়া প্যাসিলিনা এবং ন্যাশনাল মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম। উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে সেইভ বাংলাদেশে কাজ শুরু করে। এটি তরুণদের জন্য একটি ভিন্নধর্মী প্লাটফর্ম যেখানে শান্তির প্রচার, সহিষ্ণুতা ও বৈচিত্র্যতার প্রতি সম্মান এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কাজ করে। এছাড়া সকল প্রকার সংঘাতের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে সেইভ। সংগঠনটি শিক্ষার্থীদের নেতৃত্ব ও সক্ষমতা উন্নয়নে ভূমিকা রাখছে। এ পর্যন্ত সেইভের উদ্যোগে দেশের বারোটি বিশ্ববিদ্যালয়ে মোট প্রায় ১০০টিরও বেশি কর্মশালা ও বিভিন্ন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। এতে প্রায় হাজারেও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সেইভের বারোটি চ্যাপ্টার (কমিটি) কাজ করে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে আদা ক্ষেতে কীটনাশক প্রয়োগের সময় বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু