সুষ্ঠু ভোট হলে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না

মতবিনিময় সভায় শাহাদাত

| মঙ্গলবার , ২৯ ডিসেম্বর, ২০২০ at ৬:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি চসিক নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত। তবে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আমরা সন্দিহান। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব- সেই উৎসবমূখর পরিবেশ এখন ধ্বংস হয়ে গেছে। বর্তমান নির্বাচনের সার্বিক চিত্র গণতন্ত্রের জন্য একটি আঘাত। নির্বাচন কমিশন যে ২৫ শতাংশ ভোট পড়ার কথা বলেছে, একে জনগণের ম্যান্ডেট বলা যায় না। নির্বাচনের প্রতি জনগণের যে অনীহা, ভোটাররা যে অনাস্থা প্রকাশ করছেন সেটি একটি অশুভ লক্ষণ। বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে জয়ের জন্য। ভোটারদের কেন্দ্রমূখী করতে পারলে আর ভোটাররা নির্বিগ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে বিএনপির বিজয়কে কেউ ঠেকাতে পারবে না। তিনি গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে চসিক নির্বাচনে বিএনপি মনোনীত ৪১ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে নগরীর একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নিজেদের অপকর্মে জনবিচ্ছিন্ন হয়ে ভোটারদের ওপর তারা বিশ্বাস রাখতে পারছে না। তারা উপলব্ধি করছে তাদের পায়ের তলায় মাটি নেই। ক্রমশ গণশত্রুতে পরিণত হয়েছে তারা। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, এবারের নির্বাচনে ইভিএমে ভোট হবে। তাই ভোটার আইডি কার্ড ব্যতীত কাউকে ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়ার পাশাপাশি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নিবার্চন অনুষ্ঠানে কমিশনকে ভূমিকা রাখতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, সৈয়দ আজম উদ্দিন, এসএম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, কাউন্সিলর প্রার্থী মো. শাহ আলম, ইস্কান্দার মির্জা, আব্দুল মান্নান, শামসুল আলম, মাহবুবুল আলম, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাসেম, মঞ্জুরুল আলম মঞ্জু, কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম রাশেদ, ইয়াকুব চৌধুরী, হাজী ইলিয়াছ, আজম উদ্দিন, হাসান লিটন, হাসান চৌধুরী ওসমান, আব্দুস সাত্তার সেলিম, রফিক উদ্দিন চৌধুরী, সৌরভ হোসেন শাহীন, চৌধুরী সাইফুদ্দিন সিদ্দিকী রাশেদ, সালাউদ্দিন কায়ছার লাভু, এ কে এম আরিফুল ইসলাম ডিউক, ইয়াসিন চৌধুরী আষু, মোহাম্মদ লিয়াকত আলী, আবু মোহাম্মদ মহসিন, এম এ মালেক, মোহাম্মদ মহসিন, এস এম ফরিদুল আলম, শহীদ মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ সেকান্দর, এসএম জামাল উদ্দিন জসিম, হাজী মো. সালাউদ্দিন, হাবিবুর রহমান, দিদারুর রহমান লাভু, সাদেকুর রহমান রিপন, হাজী মোহাম্মদ ইসমাইল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষ নির্মাণ শ্রমিক তৈরি ১১টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে রিহ্যাব
পরবর্তী নিবন্ধরোটারী ক্লাব অব চিটাগাং রেইনবোর কম্বল বিতরণ