সুবিধাবঞ্চিত হকারের পাশে প্রয়াস

| শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে সম্প্রতি নগরের স্যানমার ওশান সিটি মার্কেট প্রাঙ্গনে সমাজের সুবিধাবঞ্চিত হকারকে সাইকেল প্রদান করা হয়। প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এবং প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক

 

প্রকৌশলী একেএম ফজলুল্লাহ। ‘প্রয়াস মানুষের জন্য’শ্লোগানকে সামনে রেখে অসচ্ছল হকারকে সাইকেল হস্তান্তর করেন প্রেসিডেন্সী ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক নাসরিন হক। বিশেষ অতিথি ছিলেন প্রয়াসের সিনিয়র উপদেষ্টা প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী,

প্রকৌশলী মোমিনুল হক, লায়ন এস কে নন্দী এমজেএফ, ডা. এম জাকিরুল ইসলাম, রোটারিয়ান জাহেদা আক্তার মিতা, প্রেসিডেন্সী ইন্টারন্যাশনাল স্কুলের ভিপি ইইউএম ইন্তেখাব, আইডিয়াল হসপিটালের মেডিকেল ডিরেক্টর ডা. মো. ছাইদুল মোস্তাকিম, রোটারিয়ান মৃনাল কান্তি দত্ত, নারী উদ্যোক্তা সেলিনা হক,

রোটারিয়ান আবদুল মামুন বাহার, এস এম জহিরুল হক, মহসীন উল কাদের, ডা. মো. রেজাউল ইসলাম, জাহেদুল আলম, কিবরিয়া হোসাইন বাপপী, আলমগীর মো. ফারুক, এ কে এম মোস্তাফিজুর রহমান রাসেল, জাহেদুল ইসলাম জনি, মো. শাহজাহান, ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, আবদুল মাবুদ সুমন,

আমিনুল ইসলাম, সুলতান মাহামুদ রাজীব, হিমেল মন্ডল, দিদারুল আলম চৌধুরী, নুসরাত জাহান, মাহির আসেফ বাবু, জামাল হোসেন জনি, মো. সামশেদ নেওয়াজ রনি, আবু শাহাদাত মো. সায়েম, মিনহাজুল হক মিনার, সাইফুল ইসলাম শাহীন, মো. সিরাজুল ইসলাম, তাওসিফ কাদের, হাসান ইহলান চৌধুরী,

আশরাফ হোসেন এবং মোসলেম উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি প্রকৌশলী একেএম ফজলুল্লাহ বলেন, প্রয়াস যে মহতী উদ্যোগ হাতে নিল তার জন্য প্রয়াস পরিবারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে এ ধরনের সেবার কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া পৌরসভা গাউসিয়া কমিটির অভিষেক
পরবর্তী নিবন্ধপাকিস্তানে যাকাত নিতে গিয়ে পদদলনে নিহত ১১