সুবিধাবঞ্চিতদের মাঝে ইয়ুথ’স ভয়েসের ঈদসামগ্রী বিতরণ

| সোমবার , ১০ মে, ২০২১ at ৫:০২ পূর্বাহ্ণ

ইয়ুথ’স ভয়েসের উদ্যোগে সম্প্রতি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রোজা ও ঈদের আনন্দ বিলিয়ে দিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সংগঠনটি নগরীর বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের বিনোদন, খেলাধুলা, ম্যাজিক শো, প্রতিযোগিতা ও ইফতার বিতরণের মধ্য দিয়ে উৎসবমুখর একটি দিন উদযাপন করে। এ উপলক্ষে শিশুদের হাতে তুলে দেন ঈদের উপহার হিসেবে নতুন জামা, সেমাই, চিনিসহ ঈদের দিনের প্রয়োজনীয় রসদ। ২০১২ সাল থেকে প্রতি বছর রমজানে এই কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি। তাছাড়া ঐ দিন পটিয়া উপজেলার তালিমুল কুরআন মহিউস্‌সুন্নাহ্‌ মাদ্রাসা ও এতিমখানার ২০০ জন শিশুর মাঝে খাবার বিতরণ করে ইয়ুথ’স ভয়েস। এরই ধারাবাহিকতায় ৭ মে নগরের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ১০০০ এর অধিক খাবার প্যাকেট বিতরণ করা হয়। কক্সবাজারেও সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়েই প্রথমবারের মত সংগঠনটি কক্সবাজারে কর্মসূচির আয়োজন করেছে গত ৮ মে। রমজান ও ঈদের আয়োজন ছাড়াও ইয়ুথ’স ভয়েসের বছরব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রয়েছে মেন্সট্‌রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট, শীতবস্ত্র বিতরণ কার্যক্রম, ইয়ুথ ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশনের অধীনে পরিচালিত স্কুল ‘প্রাজেক্ট মায়া’, ক্যারিয়ার হ্যাক্স, ইত্যাদি ইয়ুথ ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশন ও ইয়ুথ’স ভয়েসে শুধু নিজেরাই সমাজ গড়ছে না, হাজারো তরুণ-তরুণীদেরও সুযোগ করে দিচ্ছে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজ পরিবর্তনের, সুন্দর সমাজের স্বপ্ন দেখা ও তা বাস্তবায়নের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেল কর্মচারীদের কোটি টাকা আত্মসাৎ মামলা যাবে দুদকে
পরবর্তী নিবন্ধআল মানাহিলের ব্যবস্থাপনায় সৌদি ঈদ উপহার বিতরণ