সীতাকুণ্ডে ৯৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতলসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িতরা পুলিশের ধাওয়া খেয়ে মহাসড়কের পাশে গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
গত শুক্রবার দিবাগত রাত ২টার সময় উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের মাদামবিবিরহাট খাদেমপাড়া এলাকার সামনে থেকে মাইক্রোবাসহ মদের বোতলগুলো জব্দ করে পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।
তিনি জানান, রাতে মহাসড়কে ডিউটিকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে– ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসযোগে চট্টগ্রামে মাদক আসছে। বিষয়টির সত্যতা যাচাইয়ে মহাসড়কের কদমরসুল এলাকায় একদল পুলিশ অবস্থান নেয়। দীর্ঘ অপেক্ষার পর চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক হলে তা থামাতে সংকেত দেওয়া হয়। এ সময় চালক সংকেত অমান্য করে দ্রুত গতিতে মাইক্রোবাস চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পিছু ধাওয়া করলে খাদেমপাড়া এলাকায় মহাসড়কের পাশে মাইক্রোবাসটি রেখে চালক ও মাদক কারবারিরা পালিয়ে যান। এ সময় জড়িত কাউকে আটক করা না গেলেও মাইক্রোবাসের ভেতরে থাকা ছয়টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৯৩টি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতলসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। জব্দকৃত মদের মূল্যে প্রায় চার লাখ টাকা। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি তোফায়েল আহমেদ।










