সীতাকুণ্ডে সিকিউর সিটি স্বপ্ন পূরণ উৎসব

সীতাকুণ্ড প্রতিনিধি

| বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের অত্যাধুনিক শপিংমল সিকিউর সিটিতে শুরু হতে যাচ্ছে সিকিউর সিটি স্বপ্ন পূরণ উৎসব। আজ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ উৎসব চলবে। এ উপলক্ষে গতকাল বুধবার সিকিউর সিটি প্রপার্টিজ কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

কোম্পানীর চেয়ারম্যান মো. মোরশেদুল আলম বলেন, ‘গ্রাম হবে শহর’ সরকারের এ ভিশনকে সামনে রেখে সিকিউর সিটি ম্যানেজমেন্ট সীতাকুণ্ডে আন্তর্জাতিকমানের অত্যাধুনিক শপিং মল করতে যাচ্ছে। এ শপিং মলে ক্রেতাদের জন্য থাকছে আধুনিক সুযোগ সম্বলিত সকল ধরনের জিনিস পত্রের কেনাকাটার সুযোগ সুবিধা, দেশিবিদেশি নামিদামি ব্র্যান্ডের শোরুম।

এছাড়া বাচ্চাদের জন্য চালু থাকবে গেম জোন, ফুট জোন, রয়েছে হেলিপ্যাডের ব্যবস্থা। এসময় বক্তব্য রাখেন কোম্পানীর ভাইসচেয়ারম্যান মো. আক্তার হোসেন মামুন, জিএম আলাউদ্দিন সুমন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে’
পরবর্তী নিবন্ধশীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান