শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান

আজাদী ডেস্ক

| বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৫ পূর্বাহ্ণ

বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে বক্তারা শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

ত্রিরঙ্গ : ত্রিতরঙ্গের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ শুরু হয়েছে। গতকাল ত্রিতরঙ্গের নাসিরাবাদ কার্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। বিশেষ অতিথি ছিলেন পরিচালক, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, চট্টগ্রাম বিভাগ মো. আবু সাইদ। অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেসার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিতরঙ্গের মহাসচিব শাওন পান্থ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার সিএমপি এম এ মাসুদ, অতিরিক্ত ডিআইজি পর্যটন মোহাম্মদ মুসলিম, ডিসি নর্থ সিএমপি মোখলেসুর রহমান, সাংবাদিক ওসমান গনি মনসুর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম প্রমুখ।

ফটিকছড়ি উপজেলা : আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাদাত আনোয়ার সাদীর ব্যাক্তিগত অর্থায়নে ফটিকছড়ি উপজেলার নানুপুর, রোসাংগিরী, খিরাম, সুয়াবিল, সুন্দরপুর ইউনিয়ন, নাজিরহাট পৌরসভা ও ফটিকছড়ি পৌরসভায় অসহায় হতদরিদ্র শীতার্ত ৬০০ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ১ম ধাপে ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক আবুল কাসেম, নাজিরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ জাফর, সাধারণ সম্পাদক হারেস মিয়া, ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, নানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান শফিউল আজম, রোসাংগিরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন দুলাল, খিরাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ডা: সাধন, জানে আলম, মামুন, নজরুল ইসলাম, মফিজুর রহমান, তৌহিদুল আলম মেম্বার, হাসানুল করিম রাসেল প্রমুখ।

চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট : নগরীর বিভিন্ন স্থানসহ উপজেলায় একযোগে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের চেয়ারম্যান ইসকান্দর আলী চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. শাহানা বেগম, নির্বাহী পরিচালক সাংবাদিক সিরাজুল করিম মানিক, পরিচালক মোহাম্মদ হারুণ শেঠ, পরিচালক এএইচএম কফিল উদ্দিন, পরিচালক প্রকৌশলী শেখ এহছানুল হক চৌধুরী, পরিচালক জাহাঙ্গীর আলম, পরিচালক মো. মাহতাব উদ্দিন। নগরীর ফিরিঙ্গী বাজার, পাথরঘাটা, হালিশহর, চন্দনপুরা, দেওয়ানবাজার, সুগন্ধা আ/, কাট্টলী, দক্ষিণ খুলশী, চকবাজার, পাঁচলাইশ সহ ফেনীর পরশুরাম, ফটিকছড়ির ধর্মপুর, দৌলতপুর, বাঁশখালীর চাম্বল সেখের খিল, বড়ঘোনা, চাপাছড়ি, বাহারছড়া, জলদী, আনোয়ারার গুয়াপঞ্চক, বৈরাগ, ইত্যাদি এলাকায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের আজীবন সদস্য আনম আবদুস শাকুর, মোহাম্মদ আবদুর রহিম ও সাহেদুল হাসান।

সতেজ : বেসরকারি উন্নয়ন সংগঠন সতেজ হেলথ ডেভেলেপমেন্ট সোসাইটির উদ্যোগে গত ১৬ জানুয়ারি নগরীর ষোলশহর এলাকার দুই সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আলম।

সতেজ হেলথ ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান সৈয়দ মাহবুবকরিম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান শামীম হায়াত ও সাধারণ সম্পাদক রিয়াজ ইউসুফ পারভেজ।

স্বাধীন সাংস্কৃতিক একাডেমি : স্বাধীন সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন একাডেমীর উপদেষ্টা দিদারুল আলম চৌধুরী। সিনিয়র ভাইস চেয়ারম্যান জহিরুদ্দীন মুহাম্মদ ইমরুল কায়েসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার গোলাম মনছুর দুলাল। উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম উল্লাহ্‌, মো. সাহাব উদ্দীন হাসান বাবু, অধ্যাপক সালাহউদ্দীন মোহাম্মদ ফরহাদ। গত ১৫ জানুয়ারি নাসিরাবাদ সরকারি কলোনী মাঠে সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাজী মো. বেলাল মিয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাশেদ নজরুল ইসলাম, তৌফিকুর রশীদ তুরিন, সোহাগ খান, মোহাম্মদ আজিম উদ্দীন, ওবায়দুল হক হামিদ, আকতার হোসেন বাবুল, কোরবান আলী, খালেদ মাহমুদ মারুফ প্রমুখ। শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।

রাউজান : রাউজান প্রতিনিধি জানান, রাউজান নোয়াজিষপুর ইউনিয়নে কম্বল বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার বলেছেন আমার ইউনিয়নে এমন কোনো গরিব পরিবার নেই যেখানে শীতের কম্বল পৌঁছেনি। এর বাইরেও কম্বল দেয়া হয়েছে ইউনিয়ন পরিষদ ও ব্যক্তিগত সহায়তা হিসাবে। গত ১৭ জানুয়ারি তিনি ইউনিয়ন কার্যালয় থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোসলেম উদ্দিন চৌধুরী, তাজ মোহাম্মদ মিয়া মেম্বার, নুর মোহাম্মদ ভান্ডারী,আবু মুসা,আবু শাহাদাত নবী, জসিম উদ্দিন চৌধুরী,নাছির উদ্দীন চৌধুরী,আবু তাহের, ইউপি সদস্য শফিউল বশর,শওকত ওসমান চৌধুরী, মোহাম্মদ রাশেদ, বেলাল হোসেন,শফিকুল ইসলাম,আব্দুল্লা আল হারুন,আলা উদ্দিন আলম, কুতুব উদ্দিন সিকদার,আব্দুল মোতালেব,রিয়াজ উদ্দীন ফাহিম, আবু বক্কর প্রমুখ।

নোমানিয়া মাদ্রাসা : হাটহাজারী নোমানিয়া মাদ্রাসায় উত্তর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন যুব সংগঠক সৈয়দ মঞ্জুর আলম, রকিবুল ইসলাম রকিব, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ ছোটন, মোহাম্মদ সিরাজ উদ্দিন, বাসুদেব, জিয়াউল হক রিয়াদ, নুর হায়দার জাহান প্রমুখ।

ইনার হুইল ক্লাব অফ লুসাই হিলস : শীতার্তদের পাশে আমরা লুসাই হিলস এই স্লোগানে ইনার হুইল ক্লাব অব লুসাই হিলস্‌ ডিস্ট্রিক্টের পক্ষে আল হেরা হেফজখানা ও এতিমখানায় সম্প্রতি শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ক্লাব প্রেসিডেন্ট মমতাজুন্নছা বেগম সুমা। অতিথি ছিলেন রোকেয়া আক্তার বারী, মুনিরা হুসনা, হাফসা ছালেহ ও বোরহানা কবীর।

চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি জনপথ ধোপাছড়ি ইউনিয়নে কম্বল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গত সোমবার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুস সালাম, ডা. দুলাল কান্তি নাথ, আবদুল মোনাফ, আবদুল জব্বার, মোস্তাক আহমদ সওদাগর, জাহাঙ্গীর আলম সোহেল প্রমুখ। একইদিন ইউনিয়নের বিভিন্ন স্থানে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন নেতৃবৃন্দ।

দক্ষিণ জেলা পূজা পরিষদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ দক্ষিণ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে আনোয়ারা উপজেলা সদরস্থ রাধাকৃষ্ণ যুগল গীতা সংঘ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়।

উৎপল সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সন্তোষ রঞ্জন দাশগুপ্ত। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব। বিশেষ অতিথি ছিলেন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তাপস কুমার দে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে সিকিউর সিটি স্বপ্ন পূরণ উৎসব
পরবর্তী নিবন্ধসমন্বিত চেষ্টায় সরকারের উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নিতে হবে