সমন্বিত চেষ্টায় সরকারের উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নিতে হবে

মতবিনিময়ে জেলা পরিষদ চেয়ারম্যান | বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সাথে চসিক কাউন্সিলরবৃন্দের মতবিনিময় সভা গতকাল বুধবার জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় এটিএম পেয়ারুল ইসলাম বলেন, মহামারী কোভিডের সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন কাউন্সিলরবৃন্দ। পাশাপাশি এলাকার বিভিন্ন শিক্ষা, সংস্কৃতি, খেলাধূলাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে নবনির্বাচিত প্রতিনিধিরা কাজ করে যাচ্ছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে চট্টগ্রামের উন্নয়নে কাজ করার আহবান জানান।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো নির্বাচিত করে উন্নয়নে ধারাবাহিকতা অব্যাহত রাখতে কাজ করতে হবে।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালের সভাপতিত্বে এতে ছিলেন নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, প্যানেল মেয়র২ মো. গিয়াস উদ্দিন, প্যানেল মেয়র৩ আফরোজা কালাম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, গোলাম মো. জোবায়ের, জহর লাল হাজারী, ছালেহ আহম্মদ চৌধুরী, নাজমুল হক ডিউক, আবুল হাসনাত মো. বেলাল, নুর মোস্তফা টিনু, মোহাম্মদ শহিদুল আলম, মো. নুরুল আলম, সলিম উল্লাহ বাচ্চু, শাহেদ ইকবাল বাবু, কাজী নুরুল আমীন, মো. মোবারক আলী, শেখ জাফরুল হায়দার চৌধুরী, আতাউল্লাহ চৌধুরী, আব্দুস সালাম মাসুম, মো. মোরশেদ আলী, জেসমিন পারভীন জেসী, তসলিমা বেগম, আনজুমান আরা, রুমকি সেন গুপ্ত. বেগম লুৎফুন্নেসা দোভাষ বেবী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান
পরবর্তী নিবন্ধচাইলেন সিংহ, পেলেন একতারা