সীতাকুণ্ডে মৎস্যজীবীদের মাঝে গরুর বাছুর বিতরণ

আজাদী প্রতিবেদন

| বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ৭:২২ পূর্বাহ্ণ

সীতাকুন্ড উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২২২০২৩ অর্থ বছরের বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে মৎস্যজীবী বা জেলেদের মাঝে ১৭টি গরু (বকনা বাছুর) বিতরণ করা হয়। গতকাল বুধবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরীর

 

সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র বদিউল আলম, প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. সেকান্দর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজীম উদ্দিন, বায়ৈরাঢালা ইউনিয়নের চেয়ারম্যান মো. রেহান উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলে প্রতিনিধি জীবন কৃঞ্চ দাশ, প্রদীপ জলদাশ, দুলাল চন্দ্র দাশ।

পূর্ববর্তী নিবন্ধগোসাইলডাঙ্গা যুবলীগের মেডিকেল ক্যাম্প
পরবর্তী নিবন্ধবৈদ্যুতিক শক দিয়ে একব্যক্তিকে হত্যার অভিযোগ