সীতাকুণ্ডে বিয়ের নামে প্রতারণার অভিযোগ

আটক তিনজনকে ছেড়ে দিল চেয়ারম্যান

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১৫ মার্চ, ২০২১ at ৯:৩৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে বিয়ের নামে প্রতারণার অভিযোগে ৩ জনকে আটক করে স্থানীয় চেয়ারম্যানের কাছে সোপর্দ করেছে জনতা। গতকাল রোববার বিকেলে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। ৩ জনের মধ্যে ১জন জামাই হিসেবে থাকতো। অন্য ২ জনের মধ্যে একজন বিয়ের উকিল ও অপরজন আত্মীয় হিসেবে পরিচয় দিত। সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি কাজলী পাডায় এমন একটি ঘটনা ঘটে । চক্রের ৩ সদস্যের মধ্যে জসিমকে (২২) জামাই হিসেবে পরিচয় করিয়ে দিতো তার আত্মীয় (দুলাভাই) বদিউল আলম। আর উকিল হিসেবে থাকেন মো. শফি (৫৫)।
গত শুক্রবার এই প্রতারক চক্রের শিকার হন এক নারী। গতকাল রোববার সোনাইছড়ি ইউনিয়নের স্থানীয়রা এই প্রতারক চক্রের এক সদস্যকে ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে তার স্বীকারোক্তিতে অপর দুইজনকেও আটক করা হয়। সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনির আহমেদ বলেন, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। বিভিন্ন এলাকায় গরীব মেয়েদের বিয়ের নামে যৌতুক নিয়ে তা ভাগ বাটোয়ারা করে নিতো। বিয়ের কয়েকদিন পর ওই মেয়েদের আর কোন খোঁজ খবর নিত না। জানা গেছে, চেয়ারম্যান মনির আহমেদ ওই চক্রের সদস্যদের কাছ থেকে মুচলেখা নিয়ে তাদের ছেড়ে দিয়েছেন। প্রতারক চক্রের সদস্যদের পুলিশে সোপর্দ না করে ছেড়ে দেয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি ফাউন্ডেশনের মাসিক সভা
পরবর্তী নিবন্ধএতিমদের মাঝে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বস্ত্র বিতরণ