সীতাকুণ্ডে নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, অগ্নিসংযোগ

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্রে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত রবিবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছন প্রার্থী শওকত আলী জাহাঙ্গীর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শওকত আলী জাহাঙ্গীর বলেন, আমার নির্বাচনী প্রচারণা কেন্দ্রে হামলা চালিয়ে কেন্দ্রটি ভেঙে তাতে আগুন জ্বালিয়ে দেয়। কিন্তু কুয়াশার কারণে আগুনে কিছু অংশ পুড়ে নিভে যায়। আমি ধারণা করছি আমার প্রতিদ্বন্ধী প্রার্থীর লোকজন এ ঘটনা ঘটাতে পারে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, নৌকার প্রার্থীর প্রচার কেন্দ্রে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা গিয়ে এর সত্যতা পেয়েছেন।
এদিকে আওয়ামী লীগ প্রার্থী শওকত আলী জাহাঙ্গীরের নির্বাচনী প্রচার কেন্দ্র ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ আহ্বান করলে একই স্থানে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় প্রতিপক্ষ। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বিষয়টি জানার পর দুই প্রার্থীকে ডেকে অন্যত্র সভা করার অনুরোধ করলে তারা বিষয়টি মেনে নেন।

পূর্ববর্তী নিবন্ধবদলে যাচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্র
পরবর্তী নিবন্ধনির্বাচনী এলাকায় ৫৪ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা