সিরিজ জিতে নিল বাংলাদেশ ‘এ’ দল

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৫:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ হাতে রেখেই হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে। ‘এ’ দল ৪ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ৩-০ ব্যবধানে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল শনিবার অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ম্যাচে মোমিনুল হকের ‘এ’ দল তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ডিএল মেথডে ৪ রানে হারায় এইচপি দলকে। টেস্ট অধিনায়ক মোমিনুল হক, অভিজ্ঞ ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকতদের নিয়ে গড়া এ দলের বিপক্ষে গতকাল দারুণ লড়িয়ে ব্যাটিং করে সবার নজর কাড়েন যুব বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য তৌহিদ হৃদয়। বৃষ্টি আইনে এইচপি দলের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩ ওভারে ১৯৪ রানের। ঐ রান করতে নেমে শুরু থেকে ব্যাকফুটে চলে যায় এইচপি দল। মাত্র ৬৭ রানে খোয়া যায় তাদের ৭টি উইকেট। সেই বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়েও জয়ের স্বপ্ন দেখেন দুই সাহসী তরুণ তৌহিদ হৃদয় আর বোলার রেজাউর রহমান রাজা। অষ্টম উইকেটে তারা প্রতিরোধ গড়ার পাশাপাশি ১০১ রানের জুটি গড়ে দলকে জয়ের পথ দেখান। রেজাউর রাজা ৩৩ রানে আউট হলেও তৌাহিদ হৃদয় শেষ পর্যন্ত হার মানেননি। নট আউট থেকে যান ৯৩ রানে। তার ৭৯ বলে ৪ ছক্কা ও ৩ বাউন্ডারিতে গড়া ঐ অসাধারণ ইনিংসের পরেও ডিএল মেথডে ৪ রানের ব্যবধানে হার মানে এইচপি দল। অফস্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত আর বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান যথাক্রমে ২৫ ও ২৬ রানে ৩ টি করে উইকেট দখল করে এইচপিকে পরাজয়ের স্বাদ দেন। এর আগে ‘এ’ দলের অধিনায়ক মোমিনুল হক ৩৪ বলে ২৭, আরেক ওপেনার সাদমান ৭৫ বলে ৪৭, অভিজ্ঞ ইমরুল কায়েস ৩৯ বলে ৩৭, ইয়াসির আলী ২৯ বলে ২০, সৈকত ২২ বলে ২০ আর পেসার খালেদ শেষ দিকে ১৯ বলে ২৫ রানের হার না মানা ইনিংস খেললে এ দল নির্ধারিত ৪৪ ওভারে ২২২ রান করে। এইচপির সফল বোলার ছিলেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। তার ঝুলিতে জমা পড়ে ৩০ রানে ৪ উইকেট। এছাড়া রেজাউর রহমান রাজা পান ২ উইকেট।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচনে মঞ্জু-হাসান-দেবাশীষ পরিষদ জয়ী