চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচনে মঞ্জু-হাসান-দেবাশীষ পরিষদ জয়ী

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৫:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচনে মঞ্জু-হাসান-দেবাশীষ পরিষদ পূর্ন প্যানেলে জয়ী হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে ৯টা থেকে ভোট গ্রহন শুরু হয়। মধ্যাহ্ন বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত এ ভোট অনুষ্ঠান চলে। মোট ভোটার ছিলেন ২০১৭ জন। এর মধ্যে ১৬১২ জন ভোট দান করেন। ৩৫টি পদের জন্য সরাসরি দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। মঞ্জু-হাসান-দেবাশীষ পরিষদের বিপরীতে ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক দুই অধিনায়ক নাসিরউদ্দিন এবং মামুনুল ইসলাম মামুন নেতৃত্বাধীন নাসির-মামুন পরিষদ। মঞ্জু-হাসান-দেবাশীষ প্যানেলের অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ড. নিছার উদ্দিন আহেমদ (মঞ্জু) পেয়েছেন ১১০৪ ভোট এবং মো. হাসান মুরাদ পেয়েছেন ৯২০ ভোট। এ প্যানেলের নির্বাচিতরা হলেন: সভাপতি: ড. নিছার উদ্দিন আহেমদ (মঞ্জু)। সিনিয়র সহ-সভাপতি-মো. আবু সরওয়ার চৌধুরী,সহ-সভাপতি-মোহাম্মদ আলী,তুষার কান্তি বড়ুয়া,নাজিম উদ্দিন,মো. শাহনেওয়াজ উদ্দীন চৌধুরী শামীম। সাধারণ সম্পাদক-মো. হাসান মুরাদ। অতিরিক্ত সাধারণ সম্পাদক-কিশোর দত্ত(মানু)। যুগ্ম সম্পাদক-মোহাম্মদ নাজিম উদ্দীন(নাজু),এ এস এম শরীফ টুটুল। সাংগঠনিক সম্পাদক-মোহাম্মদ লোকমান। সহ-সাংগঠনিক সম্পাদক-মো. হোসেন চৌধুরী। দপ্তর সম্পাদক-মো. নাসির উদ্দিন। সহ-দপ্তর সম্পাদক-অঞ্জন চক্রবর্তী। প্রচার সম্পাদক-মো. সোহেল হোসেন। ক্রীড়া ও বিনোদন সম্পাদক-মো. হায়দার কবির (প্রিন্স)। আপ্যায়ন সম্পাদক-একরাম আফসার। পাঠাগার সম্পাদক-এম.এম আনিসুর রহমান মিরাজ। সাংষ্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক-মোহাম্মদ জিয়া উদ্দিন ভূঁইয়া। সদস্য-মো. ইব্রাহীম,এস ডি এম মোদ্দাচ্ছের বিল্লাহ(শামীম),আবদুর রব মমিন, চেনামং রাখাইন,সুলতান মাহমুদ খান (শাহীন),মো. ইকবাল,মো. জহির উদ্দিন,মো. মুজিবুল আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম (মিন্টু), মো. মহসিন সাজু, মো. মহসিন আলী বাদশা,মো. জাফর ইকবাল,নীহার রঞ্জন দাশ,মো. রাশেদ, লায়ন মো. ইয়াকুব হোসাইন ইতু। চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. হাফিজুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধসিরিজ জিতে নিল বাংলাদেশ ‘এ’ দল
পরবর্তী নিবন্ধরাজনীতি থেকে অবসরের ঘোষণা দুতার্তের