সিরিজ জিততে না পারার আক্ষেপ বিজয়ের

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৩ আগস্ট, ২০২২ at ৮:৫৩ পূর্বাহ্ণ

২০১৯ সালের ৩১ জুলাই কলম্বোয় শ্রীলঙ্কার সঙ্গে শেষ ওয়ানডেতে ২৪ বলে ১৪ করে আউট। তার ২ বছর পর এবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে দলে ফিরে আসা। তিন ম্যাচের সিরিজে দুুটি হাফ সেঞ্চুরি সহ করেছেন (৭৩+২০+৭৬) মোট ১৬৯ রান। ফেরাটা ভালোই হলো এনামুল হক বিজয়ের। খোদ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তার পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন বিজয় অনেকদিন পর দলে ফিরে ভালো খেলেছে। ওয়ানডেতে নিজেকে মেলে ধরেছে। এটা আমাদের জন্য একটা প্রাপ্তি। গতকাল দেশে ফিরে বিজয় বলেন, অনেকদিন পর ওয়ানডে দলে আসলাম, এজন্য খুব ভালো লাগছে। খুব এঙসাইটেড ছিলাম আসলে। কঠোর পরিশ্রম করেছি। আসলে তিন বছর পর যেহেতু এসেছি, চেষ্টা করেছি যে সুযোগটা কাজে লাগানোর জন্য। আমার প্রসেসটা ঠিক রাখাও ছিল লক্ষ্য। ভবিষ্যতে চেষ্টা করবো এটা ধরে রাখার।

নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও দল সিরিজ হারায় একটা আফসোস থেকেই গেছে। আক্ষেপের সুরে বললেন, অবশ্যই দলের জয়ে অবদান রাখতে পারলে অনেক ভালো লাগতো। ওরা ভালো ক্রিকেট খেলেছে। আমাদের অবশ্যই কিছু ভুলত্রুটি ছিল, দুটো মিলিয়েই আসলে আমরা হেরে গেছি। বিজয় এখনও বিশ্বাস করেন, ওয়ানডেতে বাংলাদেশ ভালো দল। তিনি বলেন আমরা ওয়ানডেতে দুই বছর ধরে খুব ভালো ক্রিকেট খেলছি ধারাবাহিকভাব। আসলে এটা একটা দুর্ভাগ্যবশত হয়ে গেছে। বাংলাদেশ দল কিন্তু ওয়ানডেতে অনেক ভালো। আমরা প্রতিটা খেলোয়াড়ই বিশ্বাস করি আমাদের প্রসেস ঠিক থাকলে আমরা যদি শতভাগ দিয়ে সবাই খেলি তাহলে যে কোনো সিরিজ যে কোনো দলের সঙ্গে জেতা সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধহারের লজ্জা মাথায় নিয়ে দেশে ফিরল তামিমরা
পরবর্তী নিবন্ধআগামী দিনের ক্রিকেটার বাছাই কার্যক্রম শুরু চট্টগ্রামে