সিভিল সার্জন কার্যালয়ে ডেঙ্গু সংক্রান্ত কন্ট্রোল রুম চালু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২২ at ৬:১১ পূর্বাহ্ণ

বেশ কিছুদিন ধরে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে চট্টগ্রামে। এর প্রেক্ষিতে এবার ডেঙ্গু সংক্রান্ত কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) চালু করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। ০২৩৩৩৩৫৪৮৪৩- নম্বরে ফোন করে কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর স্বাক্ষরে গত মঙ্গলবার জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের জেলা কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদাওছসহ তিনজন এ কন্ট্রোলরুমের দায়িত্বে পালন করবেন মর্মে আদেশে উল্লেখ করা হয়েছে।
এর আগে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির বিষয়টি চিঠির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালককেও অবহিত করেছে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়। এছাড়া প্রকোপ বেশি থাকা দুটি উপজেলার (সাতকানিয়া ও কর্ণফুলী) ইউএইচএফপিও (উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা)-দের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশনা দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধআমদানি কমাতে মানসম্পন্ন রাবার উৎপাদন করতে হবে
পরবর্তী নিবন্ধবন্ধ হয়ে গেল শেষ ডেমু ট্রেনটিও