সিটি কর্পোরেশনকে হারিয়ে ফ্রেন্ডস ক্লাবের চমক

চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তৃতীয় দিনেই অঘটনের জন্ম দিল ফ্রেন্ডস ক্লাব। তারা হারিয়ে দিয়েছে ফেভারিট চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশকে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফ্রেন্ডস ক্লাব ৫ উইকেটে হারিয়েছে সিটি কর্পোরেশন একাদশকে। ফ্রেন্ডস ক্লাবের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর পর ব্যাটারদের দৃঢ়তায় দারুন এই জয় তুলে নেয়। টসে জিতে ব্যাট করতে নামে সিটি কর্পোরেশন একাদশ। শুরুটা বেশ ভালই ছিল। মাহবুবুল করিম মিঠু শুরু থেকেই ফ্রেন্ডস ক্লাবের বোলারদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। কিন্তু ২৯ রানে থামতে হয় তাকে। ২৬ বলে ৪টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ২৯ রান করা মিঠুকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙ্গেন নাইমুর রহমান। এরপর আর কোন জুটি গড়ে তুলতে পারেনি সিটি কর্পোরেশন একাদশের ব্যাটাররা। ফলে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে দলটি। বড় কোন ইনিংস খেলতে পারেননি কোন ব্যাটার। ফলে ৪৫.১ ওভারে অল আউট হয় সিটি কর্পোরেশন একাদশ ১৭৯ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন দশ নাম্বারে ব্যাট করতে নামা সাজ্জাদ। এছাড়া রোকন ১৮, মেহেদী হাসান ১৩, জাওয়াদ ১০ এবং শহীদুল করেন ২৬ রান। ফ্রেন্ডস ক্লাবের পক্ষে ৩৬ রানে তিনটি উইকেট নিয়েছেন মনিরুজ্জামান। ২টি করে উইকেট নিয়েছেন নাইমুর রহমান, আসাদুজ্জামান এবং মাজহারুল ইসলাম। একটি উইকেট নিয়েছেন আইচ মোল্লা।১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি ফ্রেন্ডস ক্লাবেরও। ৯ রানেই ফিরেন ওপেনার আকিব আলি। এরপর দলকে টেনে নেন আবদুল্লাহ আলিফ এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার আইচ মোল্লা। ৯০ রানের জুটি গড়েন দুজন। ৩৬ রান করে ফিরেন আলিফ। সাজিদ হাসান এসে মাত্র ৭ রান করে ফিরে গেলেও খাইরুল ইসলামকে নিয়ে আরো একটি জুটি গড়েন আইচ মোল্লা। দুজন মিলে ৪১ রান যোগ করেন। আর তাতে দল প্রায় জয়ের কাছে চলে যায়। ৯৩ বলে ৩টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৭২ রান করে ফিরেন আইচ মোল্লা। অধিনায়ক মেহরাব জোসি এসে ১ রান করে ফিরে গেলেও খাইরুল ইসলাম দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন। ৬২ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন খাইরুল। ৮ বল এবং ৫ উইকেট হাতে রেখে দারুন এক জয় তুলে নিয়ে লিগে শুভ সুচনা করল ফ্রেন্ডস ক্লাব। সিটি কর্পোরেশন একাদশের পক্ষে ২টি উইকেট নিয়েছেন সাজ্জাদ। একটি করে উইকেট নিয়েছেন আমিনুর রহমান এবং মাসুম খান। আজ লিগের চতুর্থ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং পাইরেটস অব চিটাগাং পরষ্পরের মুখোমুখি হবে।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস জুডো লিগে মোহামেডান চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড প্রেস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন