সিজেকেএস প্রথম বিভাগ দাবা লিগে ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন

| রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৪:৫৮ পূর্বাহ্ণ

সিজেকেএস এ.কে.এম ফাউন্ডেশন প্রথম বিভাগ দাবা লিগে ব্রাদার্স ইউনিয়ন অপরাজিত চ্যাম্পিয়ন এবং ফ্রেন্ডস ক্লাব রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। ব্রাদার্স ইউনিয়ন ৭ খেলায় ৬টিতে জয়, ১টিতে ড্র এবং ফ্রেন্ডস ক্লাব ৭ খেলায় ৬টিতে জয়লাভ করে। সমান খেলায় ১০ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং এর মাধ্যমে কর্ণফুলী ক্লাব ৩য়, মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ ৪র্থ ও বাংলাদেশ রেলওয়ে এস এ ৫ম স্থান লাভ করে। প্রথম বিভাগে শীর্ষ স্থান অধিকারী ৪টি দল আগামীতে অনুষ্ঠিতব্য প্রিমিয়ার বিভাগ দাবা লিগে খেলার যোগ্যতা লাভ করেছে। ১ম বিভাগের ১৯তম হতে ৩০তম স্থান লাভকারী দলসমূহ রেলিগেটেড হওয়াতে আগামীতে অনুষ্ঠিতব্য ২য় বিভাগ দাবা লিগে অংশগ্রহণ করবে। এ দলগুলো হলো আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, শহীদ শাহজাহান সংঘ, পিডিবি আর সি, এম এইচ স্পোর্টিং ক্লাব, মাদারবাড়ি উদয়ন সংঘ, আবাহনী লিমিটেড জুনিয়র, বার্ডস ক্লাব, রাইজিং স্টার জুনিয়র, স্টার ক্লাব, রাফা ক্রিকেট ক্লাব, মাদারবাড়ি মুক্তকন্ঠ ও চট্টগ্রাম রয়েল ক্লাব।

প্রিমিয়ার ডিভিশন হতে রেলিগেশনকৃত ২টি দল ১ম বিভাগ দাবা লিগের ৫ম স্থান হতে ১৮তম পর্যন্ত ১৪টি দলসহ মোট ১৬টি দল নিয়ে আগামীবার ১ম বিভাগ দাবা লিগ অনুষ্ঠিত হবে। বিশ্ব দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে অনুমোদিত আন্তর্জাতিক রেটিং প্রাপ্ত লিগে ৩২টি দলে ১৬০ দাবাড়ু অংশগ্রহণ করেন এবং লিগটি সাত রাউন্ড সুইচ লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এ দাবা লিগে চীফ আরবিটর হিসেবে ফিদে আরবিটর প্রকৌশলী এস এম তারেক এবং ডেপুটি আরবিটর হিসেবে ফিদে আরবিটর তনিমা পারভিন দায়িত্ব পালন করেন। আগামী ৪ জানুয়ারী সন্ধ্যা ৬ টায় এম এ আজিজ স্টেডিয়ামের কনভেশন হলে সমাপনী অনুষ্ঠান এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সভা
পরবর্তী নিবন্ধপেলের মৃত্যুর খবর শোনেননি তার মা