সিজেকেএস উপ-নির্বাচনে দশজনের মনোনয়নপত্র দাখিল

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী পরিষদের দুটি শূন্য পদের উপ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ছয় জন সহ মোট দশ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছে। এই দশ জনের মধ্যে চারজন সভাপতি পদে আর বাকি সাতজন মনোনয়ন পত্র দাখিল করেছেন নির্বাহি সদস্য পদে। মনোনয়ন পত্র দাখিলে প্রথম দিনে চারজন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। গতকাল করেন আরো ছয়জন। নির্বাচনের রিটার্নিং অফিসার বরাবরে সহ-সভাপতি পদের জন্য মনোনয়ন পত্র দাখিল করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ও সহ সভাপতি হাফিজুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক শাহজাদা আলম, কোয়ালিটি স্পোর্টস এর প্রতিনিধি মুজিবুর রহমান এবং নবীন মেলা প্রতিনিধি রাশেদুল আলম। এছাড়া নির্বাহি সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন যথাক্রমে সংস্থার ব্যাডমিন্টন কমিটির সম্পাদক মো. দিদারুল আলম, প্রবীন কুমার ঘোষ, ক্যারম কমিটির সম্পাদক মো. এনামুল হক, ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসাইন, মাদারবাড়ি উদয়ন সংঘের প্রতিনিধি মো. মসিউল আলম স্বপন এবং কোয়ালিটি ব্লুজ প্রতিনিধি সৈয়দ গিয়াস উদ্দিন মাহমুদ। গত নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নির্বাচন থেকে সহ-সভাপতি পদপ্রার্থী হাফিজুর রহমান সরে দাঁড়ালে একটি সহ সভাপতি পদ শূন্য হয়। অপরদিকে নির্বাচিত নির্বাহী সদস্য আবদুল বাসেত এর মৃত্যুতে একটি নির্বাহি সদস্য পদ খালি হয়। আর সে দুটি পদের নির্বাচনে বেশ সাড়া পড়েছে। দুটি পদের জন্য দশ জন প্রার্থীর মনোনয়ন জমা থেকেই বোঝা যায় চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের নির্বাচনকে ঘিরে কতটা উৎসাহ উদ্দীপনা রয়েছে ক্রীড়া সংগঠকদের মাঝে। কারণ দীর্ঘদিন চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে নির্বাচন হচ্ছেনা। বারবার সমঝোতার মধ্য দিয়ে কমিটি গঠিত হওয়ায় কাউন্সিলররা বঞ্চিত হয়েছেন নির্বাচন থেকে। এবারে তাই এই উপ নির্বাচনে ভোট দিতে চান ক্রীড়া সংগঠকরা। আগামী ১৩ ফেব্রুয়ারী এই দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধপিছিয়ে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি
পরবর্তী নিবন্ধ‘ক্ষমা প্রার্থনা’ টোকিও অলিম্পিক প্রধানের