সিগারেট এনে না দেয়ায় ইটের আঘাতে নৈশ প্রহরীকে খুন

বাকলিয়া বৌ বাজারের ঘটনা, অভিযুক্ত সোহেল গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩১ জানুয়ারি, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ায় সিগারেট নিয়ে বাগবিতণ্ডার জেরে মোহাম্মদ ইউসুফ (৭৫) নামের এক নৈশপ্রহরীকে ইটের আঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার ভোর পৌনে ৫টার দিকে বাকলিয়া থানার বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত মোস্তফা ওরফে সোহাগ ওরফে সোহেলকে (৩৮) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এ ব্যাপারে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, অভিযুক্ত সোহেল এবং নিহত ইউসুফ পূর্বপরিচিত ছিলেন। মাঝেমধ্যে তাদের কথা হতো। গত রোববার ভোররাতে দায়িত্ব পালন করছিলেন ইউসুফ। ভোর সাড়ে চারটার দিকে অভিযুক্ত সোহেল নাইটগার্ড ইউসুফের কাছে একটি সিগারেট চান। এ সময় অন্য লোকের কাছ থেকে একটা সিগারেট এনে দেন ইউসুফ। কিছুক্ষণ পর দ্বিতীয়বার ইউসুফের কাছে সিগারেট চেয়ে বসেন সোহেল। কিন্তু দ্বিতীয়বার সিগারেট না পেয়ে ইউসুফের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এ সময় পাশে থাকা একটি ইট দিয়ে ইউসুফের মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকেন সোহেল। এতে ঘটনাস্থলেই মারা যান ইউসুফ। ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ইউসুফের ছেলে বাদী হয়ে সোহেলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

স্থানীয়রা জানায়, সোহেল প্রায় সময় নেশাগ্রস্ত থাকতো। তার মানসিক সমস্যাও ছিল।

পূর্ববর্তী নিবন্ধআট হাজার টাকায় মুক্তিযোদ্ধা সনদ!
পরবর্তী নিবন্ধপ্রচুর মজুদ, তবুও অস্থির এলপিজির বাজার