সিকিমের শীতে

ওমর কায়সার | শুক্রবার , ২৭ অক্টোবর, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

সারারাত অনিদ্রার সাদা সাদা হিমের ভেতর

কে যেন বিরামহীন বাজিয়েছে বীণা

তার নির্জন উল্লাসে উপত্যকা জুড়ে

পেখম মেলেছে এক মগ্ন ব্যালেরিনা।

যাবতীয় সীমানা শৃঙ্খলা ভেঙে ভেঙে

সকল অহিংসা আজ তিস্তার ঢেউয়ের সাথে

ছুটে আসে সালুনের সৌরভের দিকে

সেই নির্জন নর্তকীর বিষণ্ন সাক্ষাতে।

লাচুং প্রস্তুত থাকে পর্বতের শুভ্র গালিচায়

অতিথি বরণ করে অলৌকিক বীণার সংগীতে

রডোডেনড্রনের পাঁপড়ি এঁকে দেয় কপালের টিপ

কবোষ্ণ নদীর ধারা জন্ম নেয় সিকিমের শীতে।

পূর্ববর্তী নিবন্ধপ্রশ্নহীন সুখ
পরবর্তী নিবন্ধবাড়ি গেল কোথায় বেড়াতে