বাড়ি গেল কোথায় বেড়াতে

জ্যোতির্ময় নন্দী | শুক্রবার , ২৭ অক্টোবর, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

সারাদিন যখনই যেখানে যাই

ঠিকঠাক ফিরে আসি বাড়ি

ভ্রমণবিলাসী নই, বড় বেশি বাড়িমুখো মন

বাড়িতেই পোঁতা জন্মনাড়ি

কিন্তু এক সন্ধ্যায় ফিরে এসে দেখি

বাড়িটা নিজেই গেছে কোথায় বেড়াতে

বহু ডাকাডাকি খোঁজাখুঁজি করেও পারিনি

আজ অবধি বাড়িটাকে বাড়িতে ফেরাতে

যেখানে আমার বাড়ি ছিল, সেখানে দাঁড়িয়ে আজ

অন্য কারো আলিশান ঘর

গ্রামের খোলস ভেঙে কখন গজালো এই

কুৎসিত কংক্রিট নগর

বাড়ি তো বেড়াতে যায়নি, বাড়ি গেছে

নীরবে হারিয়ে বনবাসে

গত কাল পলাতক একাল বা অকালের

প্রবল সন্ত্রাসে

সেই থেকে বাড়িটাকে খুঁজে ফিরি ইতিউতি

সীমান্তের এপারে ওপারে

দেশে দেশে, মহাদেশে, উপমহাদেশে

নদীর কিনারে আর পাহাড়ের ধারে

বাড়ি ছেড়ে চিরকাল কোথাও যাইনি

অবশেষে বাড়ি ছেড়ে গেছে আমাকেই

বাস্তুভিটে না ছেড়েও বাস্তুহারা আমি

শুধু চলি, ভুলে থামাকেই

প্রিয় বাড়ি, কোথায় মিলিয়ে গেলে

রাতারাতি কর্পূরের মতো

আমৃত্যু তোমার খোঁজে আমার বিষণ্ন আত্মা

নিরাশ্রয় ভ্রমে অবিরত

পূর্ববর্তী নিবন্ধসিকিমের শীতে
পরবর্তী নিবন্ধআরও ১৭ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন আজ