প্রশ্নহীন সুখ

শুক্লা ইফতেখার | শুক্রবার , ২৭ অক্টোবর, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

কোমলের বুকে কঠিন আঁচড় কাটতে জানি

না বলে সাঁতার কাটা শিখতে পারিনি

ঈর্ষায় মরি, যখন রাজহাঁসের চতুর পায়ের সাথে

জলের সরল সন্ধি দেখি।

নিজের আত্মগত অক্ষমতাগুলো

বেদনার অতলে লুকোতে চেয়েছি।

কে চায় বন্ধুর অনুকম্পা?

শুধু ভাবি, আমি কি তবে প্রশ্নহীন সুখে রয়েছি?

পূর্ববর্তী নিবন্ধচোখের কোণে কোমল শিশির
পরবর্তী নিবন্ধসিকিমের শীতে