চোখের কোণে কোমল শিশির

করিম রেজা | শুক্রবার , ২৭ অক্টোবর, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

আমরা কত সুখেই আছি হর হামেশা

দিনের শেষে রাত্রি আসে, গ্রীষ্ম কাটে যন্ত্রশীতে

বর্ষা শরৎ হিসেব করি আঙুল টিপে।

আমরা কত সুখেই থাকি ছুটির রাতে!

আকাশজুড়ে জঙ্গিবিমান, নগরজুড়ে বোমার আগুন

ছিন্নদেহের অযুত শিশু দৃশ্য শুধু

ফিলিস্তিনে কবরখানায় বার্তা ঝুলে ‘গোর খালি নাই’

আমরা তবু সুখেই থাকি গোরস্থানের পাশের ফ্ল্যাটে, নির্ভাবনায়!

মস্কোকিয়েভ যুদ্ধ করে

আমার দেশে দাম বেড়ে যায় তেলের জলের বিজলি বিলের,

পুড়ছে পুড়ুক সব নগরী, কী আসে যায় বেনের তাতে!

চোখের কোণের কোমল শিশির গোপন করি, মানুষ ব’লে।

পূর্ববর্তী নিবন্ধবালক বিদ্যালয়
পরবর্তী নিবন্ধপ্রশ্নহীন সুখ