সিএসইতে ১.৩৬ কোটি শেয়ার হাতবদল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ অক্টোবর, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেন হয়েছে ৪৬.২২ কোটি টাকা। মোট ১৭,৫১৭ টি লেনদেনের মাধ্যমে মোট ১.৩৬ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৭.১৫ পয়েন্ট কমে দাঁড়ায় ২১,১১৬.৭২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫,৭৪.২৭ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ০.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৫১.৯২ তে। সিএসইমেক্স সূচক গতকাল অপরিবর্তত রয়েছে যা হলো ৮৫৭.৯৯। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯৭,৬৩১.৯৬ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮৪,৯৪০.৭৩ কোটি টাকায়। সিএসইতে ৩৫৭ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৯৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯০ টির, কমেছে ১৭৯ টির আর অপরিবর্তিত রয়েছে ২৫ টির । প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগর যন্ত্রণা : পায়ের নিচে ভিসুভিয়াস
পরবর্তী নিবন্ধবাংলাদেশে নতুন ফিচার নিয়ে এলো ভাইবার