সিএসইতে লেনদেন ৯.৫৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৯.৫৯ কোটি টাকা। ৩,৪৭৩টি লেনদেনের মাধ্যমে মোট ২৯.৯৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯২.৮১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৬,৫৩০.০৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৬.৯৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৮০.৯৮তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৩.৬০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭৩.৮১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১০১.১৩ পয়েন্ট কমেছে গতকাল, যা হলো ৩,৫০৪.৫১ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭১১,১২৬.৯২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৩,৫২৪.৪৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৩টির। এর মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

পূর্ববর্তী নিবন্ধহেরে প্রথম শ্রেণির ম্যাচ খেলার তাগিদ শান্তর
পরবর্তী নিবন্ধইস্তাম্বুলে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ২৯