সিএসইতে লেনদেন ৯.১৭ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ জানুয়ারি, ২০২৪ at ৬:৩১ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৯.১৭ কোটি টাকা। ২,৯৯২ টি লেনদেনের মাধ্যমে মোট ২৬.৩৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৩.৬২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৮০৬.৩৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.১৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩১৩.৫২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৫.০৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৯৭.৫০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,৭৫৭.২৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৮২,৭৬০.৩৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,২০১.৭৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৮ টির, কমেছে ৬৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৫ টির।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়াকে হারিয়ে প্রস্তুতি শেষ করল টাইগার যুবারা
পরবর্তী নিবন্ধসিঙ্গাপুরের মন্ত্রীর বিরুদ্ধে বিরল দুর্নীতি মামলা