সিএসইতে লেনদেন ৭০.২৮ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ সেপ্টেম্বর, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেনের হয়েছে ৭০.২৮ কোটি টাকা। মোট ২৯,৬৩৪ টি লেনদেনের মাধ্যমে মোট ২.৪১ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২১০.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২১,২৪০.৪৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৮.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৬০.৭০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ২২.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৫৫.৮৯ তে।
গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯৯,৮২৭.২২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮৪,৯৪৯.৯৭ কোটি টাকায়। সিএসই’তে ৩৫২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩২৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৯৪ টির, কমেছে ১০০ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহোয়াটসঅ্যাপে এবার ছবি কনভার্ট
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় খলিলুর রহমান চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু