সিএসইতে লেনদেন ৫৭.১৮ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২১ জুন, ২০২২ at ১১:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার মোট লেনদেন হয়েছে ৫৭.১৮ কোটি টাকা। ৯,২১৮ টি লেনদেনের মাধ্যমে মোট ১.৮৩ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩৯.৮৬ পয়েন্ট কমে দাঁড়ায় ১৮,৭২৮.৩৯ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ৮.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৭৬.৩২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ১০.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৮১.৬২ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ৬৯.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১০৮.৮৭ পয়েন্ট।

গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৭,১৮৯.৫২ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ১০২,৩৩৫.৭০ কোটি টাকায়। সিএসইতে ৩৮১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৫ টির, কমেছে ২২৫ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টির।

পূর্ববর্তী নিবন্ধহ্যান্ডবল লিগের নামে চলছে জলকেলি খেলা
পরবর্তী নিবন্ধভারতজুড়ে বন্‌ধ, বিভিন্ন রাজ্যে কড়াকড়ি