সিএসইতে লেনদেন ৩০.১৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেন হয়েছে ৩০.১৬ কোটি টাকা। ১০,০৪৩ টি লেনদেনের মাধ্যমে মোট ৯০.৯৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯,০২৫.৮৪ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ০.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৯৯.৮৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৩.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,২০২.০৭ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ৬৩.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭৬৩.০০।

গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫৩,৮৮০.৩৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০১,৭৬৬.৯২ কোটি টাকায়। সিএসইতে ৩৭৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৯৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০১ টির, কমেছে ১৪৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৫১ টির।

পূর্ববর্তী নিবন্ধকাল তুর্কমেনিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ দ্রুত কাউন্টার এট্যাকে এগুনোর পরিকল্পনা
পরবর্তী নিবন্ধভারতে একদিনে রোগী বেড়েছে প্রায় ৪০ শতাংশ