ভারতে একদিনে রোগী বেড়েছে প্রায় ৪০ শতাংশ

| শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

মহারাষ্ট্র ও কেরালার মতো রাজ্যগুলোতে সংক্রমণ বাড়তে থাকায় ভারতে একদিনের ব্যবধানে কোভিড আক্রান্ত বেড়েছে প্রায় ৪০ শতাংশ। বৃহস্পতিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন ৭২৪০ জন রোগী শনাক্ত হয়েছে। মন্ত্রণালয়টির তথ্য অনুযায়ী, বুধবার ৫২৩৩ জন রোগী শনাক্তের মধ্য দিয়ে ৯৪ দিন পর ভারতে দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা ৫ হাজার পার হয়। খবর বিডিনিউজের।

টানা দুই দিন ধরে শনাক্ত রোগীর সংখ্যায় উল্লম্ফন ঘটায় দেশজুড়ে সক্রিয় রোগীর মোট সংখ্যা ৩২৪৯৮ জনে দাঁড়িয়েছে। এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টায় সরকারের দেওয়া সর্বশেষ তথ্যে নতুন ৮ মৃত্যুর কথা জানা গেছে। এসব তথ্য অনুযায়ী করোনাভাইরাস মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত ভারতে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৪ কোটি ৩১ লাখ ছাড়িয়ে গেছে এবং মোট মৃত্যুর ৫ লাখ ২৪ হাজার ৭২৩ জনে দাঁড়িয়েছে।

বুধবার মহারাষ্ট্রে ২৭০১ জন কোভিড রোগী শনাক্ত হয়। ২৫ জানুয়ারির পর থেকে এটি রাজ্যটিতে একদিনে সবচেয়ে বেশি রোগী পাওয়ার ঘটনা। এসব রোগীর অন্তত ৪২ শতাংশ বাণিজ্য নগরী মুম্বাইয়ে শনাক্ত হয়েছে। ভারতের পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যটিতে বি এ ফাইভ ভ্যারিয়েন্টেরও একজন রোগী পাওয়া গেছে। কেরালায় গত ২৪ ঘণ্টায় ২২৭১ জন রোগী শনাক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যটিতে এক সপ্তাহে নতুন ১০ হাজার ৮০৫ জন রোগী শনাক্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩০.১৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপাকিস্তানে ভ্যান খাদে পড়ে নিহত ২২