সিএসইতে লেনদেন ২০.৭৮ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ১১:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ২০.৭৮ কোটি টাকা। ৫,৫২৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৬৭.৮৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৩.৯৩ পয়েন্ট কমেছে, যা হলো ১৭,৩৮৭.৪০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.২১ পয়েন্ট কমেছে, যা হলো ১,১২৯.৮০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.০৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,১২৩.০৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১.৮৪ পয়েন্ট বেড়েছে গতকাল, যা হলো ৩,০৩৩.৩৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৩৪,৪৭১.৭৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,৪৬৯.৫৩ কোটি টাকা । সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৭ টির, কমেছে ১২৪ টির আর অপরিবর্তিত রয়েছে ২৫ টির।

পূর্ববর্তী নিবন্ধসাগরিকায় ঘাম ঝরালো মোস্তাফিজরা
পরবর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় মাঝ আকাশে ঘুমিয়ে পড়া ২ পাইলট বরখাস্ত