সাগরিকায় ঘাম ঝরালো মোস্তাফিজরা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ১১:২২ পূর্বাহ্ণ

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে ক্রিকেটাররা গতকাল সোমবার অনুশীলন শুরু করেছেন। আজও দু’দল অনুশীলন করবেন। চট্টগ্রামের তীব্র গরমে দুপুর দেড়টা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে অনুশীলন করেছে পুরো দল। এই গরমের সঙ্গে খাপ খাওয়াতে মোস্তাফিজ, লিটন, মুশফিকরা মাঠে কাটিয়েছেন লম্বা সময়। টিটোয়েন্টির বদলা চট্টগ্রামের ওয়ানডেতে নেওয়ার সুযোগ আছে নাজমুল হাসান শান্তর দলের। এই লক্ষ্যে গতকাল কড়া রোদেই কঠোর অনুশীলন চালিয়ে গেছেন মুশফিকলিটনসৌম্যরা। দুপুর দুইটার বেশ আগেই পুরো দলকে নিয়ে মাঠে হাজির হন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বেশ সময় নিয়ে ওয়ার্মআপ করেন ক্রিকেটাররা। কিছুক্ষণ ফুটবলও খেলেন। এরপর শুরু হয় নেট সেশন। ড্রেসিংরুম প্রান্তের দুটি নেটে ব্যাটিংয়ে নামেন শান্তসহ টপ অর্ডার ব্যাটাররা। তাসকিনশরিফুলদের বিপক্ষে ব্যাটিং শুরু করেন শান্ত। ব্যাটিং শেষ হওয়ার পর ফিল্ডিং কোচের সঙ্গে বিশেষ এক অনুশীলন পর্বও সারেন। এদিকে হাথুরুসিংহে ও ব্যাটিং কোচ ডেভিড হেম্পের তত্ত্বাবধানে প্রেসবক্স প্রান্তের নেটে শুরু হয় লিটন ও সৌম্যর নেট সেশন। পাশাপাশি দুই নেটে লিটন শুরুতে মোকাবেলা করেন পেস বোলার মোস্তাফিজ ও তানজিম হাসান সাকিবকে। গত কিছুদিন ধরেই মোস্তাফিজের বোলিং ভালো হচ্ছে না। লঙ্কানদের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজে বেশ ভুগতে হচ্ছে এই পেসারকে। তবে গতকাল অনুশীলনে ভিন্ন মোস্তাফিজকে পাওয়া গেছে। তার অফস্ট্যাম্পের ইনসুইং বলগুলো খেলতেই পারছিলেন না লিটন। মোস্তাফিজ টানা ৬ ওভারের মতো বোলিং করেছেন। একপাশে লিটনের বিপক্ষে পেসাররা, পাশের নেটে সৌম্যর বিপক্ষে মিরাজ, তাইজুল ইসলাম ও রিশাদ হোসেনরা বোলিং করেছেন। পরে অবশ্য নেট বদল করেছেন সৌম্যলিটন। স্পিনারদের বিপক্ষে দুজনই সাবলীল ব্যাটিং করেছেন। লিটনসৌম্যর ব্যাটিং শেষে একই নেটে যোগ দেন অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিক ও মাহমুদউল্লাহ। লেগ স্পিনার রিশাদকেও আলাদাভাবে ব্যাটিং অনুশীলন করিয়েছেন হাথুরুসিংহে। আজ বাংলাদেশ সকাল ১০টা এবং শ্রীলংকা দল বেলা ২টা থেকে অনুশীলন করবে। এছাড়া আছে সিরিজ শুরুর আগের সংবাদ সম্মেলন। সন্ধ্যা ৭.৩০টায় বাংলাদেশশ্রীলংকা ওয়ানডে সিরিজের ট্রফি উম্মোচন করা হবে রেডসিন ব্লু বে ভিউতে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম আবাহনী এবার হারালো সিটি কর্পো’কে
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২০.৭৮ কোটি টাকা