সিএসইতে লেনদেন ১৮.৩৫ কোটি টাকা

| শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেন ১৮.৩৫ কোটি টাকা। ৬,৯৬৫টি লেনদেনের মাধ্যমে মোট ৪৫.৬১ লাখ শেয়ার হাত বদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭২.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯,১৪১.০২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৫.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩৯৮.৫৬-তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স-এর ১০.৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২২৩.৫৮ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ৪৬.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২,৮৮১.২৮ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫১,৫৪১.০৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০২,৪৩৫.৫৯ কোটি টাকায়।
সিএসইতে ৩৮২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৬৪টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ৮৫টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিটি কর্পোরেশন-মোহামেডান ব্লুজ ড্র
পরবর্তী নিবন্ধরানির শেষকৃত্যে যাচ্ছেন বিশ্ব নেতারা ম্যানহোল থেকে ছাদ, সবখানে পুলিশ