রানির শেষকৃত্যে যাচ্ছেন বিশ্ব নেতারা ম্যানহোল থেকে ছাদ, সবখানে পুলিশ

| শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৭:০২ পূর্বাহ্ণ

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে বিশ্ব নেতাদের আগমন ঘিরে স্মরণকালের সবচেয়ে কঠোর নিরাপত্তার আয়োজন করছে লন্ডন পুলিশ। বিবিসি লিখেছে, রানির অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান টেলিভিশনে বিশ্বের কোটি কোটি মানুষ দেখবে, যা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলোকে হামলার উসকানি যোগাতে পারে। এ কারণে অভূতপূর্ব নিরাপত্তার প্রয়োজন পড়ছে। রানির শেষকৃত্য ঘিরে ওয়েস্টমিনস্টার হলের বাইরে পুলিশের নিরাপত্তা। রানির কফিন এখন রাখা হয়েছে ওয়েস্টমিনস্টার হলে। রাস্তায় লাইন ধরে সেখানে রানির প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছে হাজারো মানুষ। শেষ বিদায়ের ক্ষণ যত ঘনিয়ে আসছে, মানুষের ভিড়ও তত বাড়ছে। সোমবার শেষকৃত্যের সেই আয়োজনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাপানের রাজা-রানি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কাতার, ইসরায়েল, ভুটানসহ বিভিন্ন দেশের নেতারা লন্ডনে যাচ্ছেন। ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানিকে শ্রদ্ধা ও বিদায় জানাতে যাবেন বিশ্ব নেতারা, কিন্তু সেখানে উন্মুক্ত শেষকৃত্যানুষ্ঠান ঘিরে স্থায়ী কোনো নিরাপত্তা বেষ্টনী না থাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। খবর বিডিনিউজের।
রানি দ্বিতীয় এলিজাবেথের শবযান এক পলক দেখতে রাস্তার দুই পাশে ভিড় জমায় হাজারো মানুষ। বিবিসি লিখেছে, সন্ত্রাস দমন পুলিশ বাহিনীর সঙ্গে গোয়েন্দা সংস্থা এমআই ফাইভ এবং গভার্নমেন্ট কমিউনিকেশন হেডকোয়ার্টাস কাজ করছে। লন্ডন পুলিশও শক্তি বৃদ্ধি করেছে, সামরিক কর্মকর্তা এবং বেসামরিক স্টুয়াডর্রাও যোগ দিয়েছেন এ কাজে। রানিকে যেখানে চিরনিদ্রায় শায়িত রাখা হবে, সেই ওয়েস্টমিনস্টার অ্যাবির বিশাল এলাকায় নিরাপত্তা জোরদারে সবকিছু খতিয়ে দেখবে পুলিশ। প্রতিটি ম্যানহোলের ঢাকনা খুলে পরীক্ষা করে দেখার পর আবার বন্ধ করে দেওয়া হবে, ল্যাম্পপোস্টগুলো খুলে পরীক্ষা করা হবে। কোথাও কোনো বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছে কিনা তাতে নজর দেওয়া হবে। ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকায় তল্লাশি চালানো হবে। বাকিংহাম প্যালেস থেকে পার্লামেন্ট হাউসে রানির কফিন নেওয়ার পর মানুষের ভিড়। সোমবার শেষকৃত্যানুষ্ঠানের সকালে ভবনগুলোর ছাদ থেকে অসংখ্য পুলিশ নজরদারি চালাবে। দমকল বাহিনীর কর্মকর্তারাও সর্তক অবস্থান নেবেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৮.৩৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপদত্যাগের ঘোষণা দিলেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী