সিএসইতে লেনদেন ১৬.৯৪ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৬.৯৪ কোটি টাকা। ৫,৩১৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৫৮.৬২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২৪.১৩ পয়েন্ট কমেছে, যা হলো ১৭,২৬৩.২৭ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৬.৮৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,২২২.৯২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৬.১৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১৬.৮৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৩৪.২৪ পয়েন্ট কমেছে গতকাল, যা হলো ২,৯৯৯৯.০৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৩২,৭৩৯.৩৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,৪৬৯.৫৩ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬০ টির, কমেছে ১৪৫ টির আর অপরিবর্তিত রয়েছে ২৮ টির।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডে সিরিজে দলগত নৈপুণ্য চান অধিনায়ক শান্ত
পরবর্তী নিবন্ধবোয়িংয়ের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক কর্মীর আত্মহত্যা