সিএসইতে লেনদেন ১৬.৭৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১০ নভেম্বর, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার মোট লেনদেন ১৬.৭৬ কোটি টাকা। মোট ৫,৪৭৩টি লেনদেনের মাধ্যমে মোট ৩১.৭৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৫৫.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৭৪৩.৮৯ পয়েন্টে।

সিএসই-৫০ মূল্যসূচক ১৩.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৩৬.২৪-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ২১.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৮৮.৩৯ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স মূল্যসূচক ১১.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২,০৭৪.৫৫ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫০,৮৬৩.৬১ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৮,১৬৩.৫১ কোটি টাকায়। সিএসইতে ৬৩২ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১১টির। এর মধ্যে দাম বেড়েছে ২৫টির। কমেছে ৮২ টির আর অপরিবর্তিত রয়েছে ১০৪টির।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম বিভাগ ফুটবল লিগে পাতানো ম্যাচ খেলার প্রস্তাব খোদ রেফারি সমিতির সাধারণ সম্পাদকের
পরবর্তী নিবন্ধমার্কিন বিমানবন্দরে মুরগির পেটে পিস্তল