সিএসইতে লেনদেন ১২.৪৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪ at ৬:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১২.৪৫ কোটি টাকা। ৩,৫০২ টি লেনদেনের মাধ্যমে মোট ৫৮.৪৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৬.৩৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৬,৫৫৩.৪৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৬৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৮২.২৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৩৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৭৪.৫৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ২৫.০৫ পয়েন্ট কমেছে গতকাল, যা হলো ৩,১০৯.৭৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭১০,৬৭৭.১৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৩,৩৭৩.৫৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৮ টির, কমেছে ৮৫ টির আর অপরিবর্তিত রয়েছে ২৪ টির।

পূর্ববর্তী নিবন্ধটানা ষষ্ঠ জয়ে শীর্ষস্থান আরো সংহত আবাহনীর
পরবর্তী নিবন্ধলেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৮, হিজবুল্লাহর পাল্টা হামলা