সিএসইতে লেনদেন ১১.৭২ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ১০:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১১.৭২ কোটি টাকা। মোট ৪,১৭৮টি লেনদেনের মাধ্যমে মোট ৪৩.১৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৫৭.৮২ পয়েন্ট কমেছে, যা হলো ১৭,১০৫.৪৫ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ১২.৩৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,২১০.৫৩। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১০.৪৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৬.৩৮ পয়েন্ট।

সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১২.২১ পয়েন্ট কমেছে, যা হলো ২,৯৮৬.৮৮ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২৬,২৬২.২০ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৪,৭৭৩.৫৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৭টির। এর মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টির।

পূর্ববর্তী নিবন্ধরতন ঝড়ে মুক্তিযোদ্ধার চারে চার
পরবর্তী নিবন্ধগাজা যুদ্ধে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে : ইইউ