সিএসইতে লেনদেন ১১.৫১ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ১০:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ১১.৫১ কোটি টাকা। ৪,০৬০ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৭.০৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২৯.৪৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৭,৪২১.৩৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৯.৭৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,২৩৩.০১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৯.১৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১২৪.০৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১২.৫১ পয়েন্ট বেড়েছে গতকাল, যা হলো ৩,০৩১.৫০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৩৬,৩৮৫.১৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,৫৮৬.৫২ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৪ টির, কমেছে ১৪৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৩১ টির।

পূর্ববর্তী নিবন্ধমোহামেডানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল নওজোয়ান
পরবর্তী নিবন্ধভূপৃষ্ঠের ভেতরে কী পরিমাণ পানি আছে?